Sunday, September 14, 2025
Homeজাতীয়বিএনপি কার্যালয় থেকে ছোড়া ককটেলে পুলিশ আহত

বিএনপি কার্যালয় থেকে ছোড়া ককটেলে পুলিশ আহত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল ছোড়ার কারণে পুলিশ সদস্যরা আহত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্রিফিংকালে এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছি। তাদের কারো বিরুদ্ধে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বেলা পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি কার্যালয়ের ভেতর ও নয়াপল্টন এলাকা থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ ২ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

এর আগে আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments