Sunday, September 14, 2025
Homeখেলাধুলাআর্জেন্টিনা মেসির জন্য বিশ্বকাপ জিতুক

আর্জেন্টিনা মেসির জন্য বিশ্বকাপ জিতুক

লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ শুরুর আগে এমন কথাই বলে রেখেছেন আর্জেন্টাইন তারকা। আগের চারটি বিশ্বকাপে স্বপ্ন পূরণ করতে পারেননি। বিশ্বকাপ জেতাতে পারেননি নিজ দেশকে। এবার ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপে এসে কি আর্জেন্টিনার ৩৬ বছরের খরা কাটাতে পারবেন মেসি?

ইব্রাহিমোভিচ মনে করেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর দায়টা শুধু মেসির একার নয়, বরং মেসির জন্যই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার চেষ্টা করবে—এমন আশাই প্রকাশ করলেন সুইডিশ কিংবদন্তি।

বার্সেলোনার দিনগুলোতে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন ইব্রাহিমোভিচ। কাতালান ক্লাবটিতে দুই মৌসুম ইব্রার ভালো না কাটলেও মেসির প্রতিভা ঠিকই দেখেছেন ৪১ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার। ফুটবল পডকাস্ট ‘ফোরথ্রিথ্রি’র সঙ্গে আলাপচারিতায় ইব্রা বলেন, ‘আশা করি, আর্জেন্টিনা মেসির জন্য বিশ্বকাপটা জিতবে।

কাতার বিশ্বকাপে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

মেসিদের নিয়ে আশা প্রকাশ করেছেন স্পেনের কোচ লুইস এনরিকেও। বার্সেলোনার কোচ থাকতে মেসিকে নিয়ে ‘ট্রেবল’ জিতেছেন এনরিকে। শেষ ষোলোয় মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে স্পেন।

আর্জেন্টিনা দলের জন্য স্পেনও কাতার ন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আর্জেন্টিনাকে নিয়ে এনরিকে বলেছেন, ‘আমরা যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আর্জেন্টিনাও সেখানে ছিল। দেখা যাক, আর্জেন্টিনা যা পাওয়ার যোগ্য, তা পায় কি না।

এনরিকে আর্জেন্টিনার যোগ্যতা বোঝাতে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছেন। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নিয়েই এসেছে আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বাজে শুরু করেছিল লাতিন দেশটি। তবে আর্জেন্টিনার সামনে এ বিষয়ে উদাহরণ স্পেন।

২০১০ বিশ্বকাপে প্রথম ম্যাচ হারের পর চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। মেসি কাতার বিশ্বকাপে নিজেও বেশ দুর্দান্ত খেলছেন। ১৯৮৬ বিশ্বকাপে পর এই ৩৬ বছরে কখনো বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মেসি কী করেন, সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments