Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকপারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

পারমাণবিক ওয়্যারহেডবাহী ‘অগ্নি-৫’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সর্বপ্রথম ২০১২ সালে ‘অগ্নি-৫’ এর পরীক্ষা চালিয়েছিল ভারত। ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও চীনের সেনা। এরই মধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, কলকাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা যায় অদ্ভুত আলো। আর তা ঘিরেই ঘনায় রহস্য। ওই আলো ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল। এ নিয়ে জল্পনার মধ্যেই সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ওড়িশার চাঁদিপুর থেকে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্টভাবে দেখা গিয়েছে। ঘটনাচক্রে এই ধরনের ক্ষেপণাস্ত্র এই প্রথম রাতে পরীক্ষা করা হল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments