Saturday, September 13, 2025
Homeঅন্যান্যবিশ্বের সবচেয়ে খাটো মানুষ ইসমায়েল

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ ইসমায়েল

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন ইরানের আফসিন ইসমায়েল। তিনি এতোটাই খাটো যে মোবাইল ফোন ব্যবহার করতেও হিমশিম খেতে হয়।

মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি অর্থাৎ প্রায় ৬৫.২৪ সেন্টিমিটার উচ্চতার ইসমাইলের বর্তমান বয়স ২০ বছর। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তির খেতাব জেতে কলম্বিয়ার এডওয়ার্ড নিনো। ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনোর দৈর্ঘ্য ছিলো প্রায় ৭২ সেমি, যেখানে ইসমাইলের মোট দৈর্ঘ্য এডওয়ার্ডের চেয়ে ৭ সেমি কম।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের দুবাই অফিসে ইসমাইলের উচ্চতা মাপা হয়। তিনি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। জন্মের সময় ইসমাইলের ওজন ছিলো মাত্র ৭০০ গ্রাম, এখন তার ওজন প্রায় ৬.৫ কেজি। উচ্চতার কারণে তার জীবন সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। উচ্চতার কারণে স্কুলেও যেতে পারেননি, সেভাবে পড়াশোনাও করতে পারেননি।

তবে সম্প্রতি নিজের নাম লিখতে শিখেছেন বলে তিনি খুশি। ইসমাইল জানান, মানানসই পোশাক জোগাড় করাটা তার কাছে চ্যালেঞ্জের। তিনি কেবল সেই পোশাকই পরতে পারেন যেটা তিন বছরের শিশুর হয়। কিন্তু সেসব পোশাকের নকশা বয়সের সঙ্গে মানানসই হয় না।

বিশ্ব রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে তাকে দুবাইয়ে আনা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের মতে, তিনি আগের রেকর্ড গড়া ব্যক্তির চেয়ে ৭ সেমি অর্থাৎ ২.৭ ইঞ্চি খাটো। এর আগে এই রেকর্ডটি ছিলো কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের দখলে। তার বয়স ছিলো ৩৬ বছর। জন্মের আগেই ইসমাইলের বাবা-মা তাদের দুই সন্তানকে হারান। শেষে ইসমাইলের জন্মে পরিবারে খুশির হাওয়া। কিছুদিন পর জানা যায় জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত তিনি। তিনি এতটাই খাটো যে মোবাইল ফোন ব্যবহার করতেও হিমশিম খেতে হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments