Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনাটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে রেললাইনে হাটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মো. সাগর (৩৫) ও মো. সজিব (৩৩)।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবকরা রাতে প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীকালে চালক প্রাইভেটকারটি রাস্তায় তোলার সময় ওই দুই যুবক রেললাইনের ওপর হাটাহাটি করতে থাকেন। এসময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা নিহত হন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments