Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার ইরানের

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার ইরানের

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনের সব দলের জন্য এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান।

রবিবার জাতিসংঘে ইরানের মিশন বলেছে, “ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় তেহরান জড়িত নয়।”

তবে ইরানি জাতিসংঘ মিশন হামাসের এই হামলাকে সমর্থন করে বলেছে, “আমরা ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন ব্যক্ত করছি; তবে, আমরা ফিলিস্তিনের প্রতিক্রিয়ায় জড়িত নই, কারণ এটি শুধুমাত্র ফিলিস্তিন কর্তৃক নেওয়া একটি পদক্ষেপ।”

ইসরায়েলের ভেতর হামলার পরের একটি দৃশ্য

ইরানি মিশন আরও বলেছে, “ফিলিস্তিনের গৃহীত এই পদক্ষেপ অবৈধ ইহুদিবাদী শাসকদের দ্বারা সংঘটিত সাত দশকের নিপীড়নমূলক দখলদারিত্ব এবং জঘন্য অপরাধের বিরুদ্ধে সম্পূর্ণ বৈধ আত্মরক্ষামূলক ব্যবস্থা।”

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান  এক  টুইটে এ হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

হামাস দাবি করেছে, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছে। এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (সংক্ষেপে আইআরজিসি নামে পরিচিত) হামাসের  হামলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের পরিকল্পনা এবং অনুমোদনক্রমে হামলা শুরু করে হামাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments