Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকসংঘাতের মধ্যেই ইসরাইল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সংঘাতের মধ্যেই ইসরাইল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা অনেকটা কমে এলে গাজায় ইসরাইলি বিমান হামলা পঞ্চম দিনেও এতটুকু কমেনি। বরং মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু সরকার।

বুধবার (১১ অক্টোবর) এ পরিস্থিতিতে ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর রয়টার্সের

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের পাশাপাশি ইসরাইলিদের প্রতি সংহতি জানাবেন তিনি।
  • গত শনিবার ভোরে পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত এক হাজার ২০০-র বেশি ইসরাইলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে দাবি করেছে উভয়পক্ষ। হামাস হঠাৎ কেন এই হামলা চালালো বিষয়টি এখনো অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এ হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
  • এ প্রসঙ্গে মুখপাত্র মিলার আরও বলেন, ‘তার এই সফর মূলত ইসরাইলের প্রতি সংহতি ও সমর্থনের বহিঃপ্রকাশ। ইসরাইলের নেতাদের কাছ থেকে সরাসরি তিনি শুনতে চান কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তাদের কী কী প্রয়োজন এবং কীভাবে সহায়তা করা যেতে পারে।’

এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ৮৩০ ফিলিস্তিনি নিহতের দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ধারাবাহিক বোমা ছুড়তে থাকায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুতের কথা উল্লেখ করে মানবিক পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments