Saturday, September 13, 2025
Homeখেলাধুলাক্রিকেটআজ মুখোমুখি ভারত-পাকিস্তান; একনজরে জয়-পরাজয়ের পরিসংখ্যান

আজ মুখোমুখি ভারত-পাকিস্তান; একনজরে জয়-পরাজয়ের পরিসংখ্যান

ভারত-পাকিস্তান লড়াই হলেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। আজ সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটিই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দল।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত।

ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো।
সব মিলিয়ে ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান : ভারত জয়ী : ৫৬টিতে, পাকিস্তান জয়ী : ৭৩টিতে টাই : ০ পরিত্যক্ত : ৫টি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments