Sunday, September 14, 2025
Homeজাতীয়রাষ্ট্রতন্ত্র সরকারের দুর্বল নিয়ন্ত্রণে আছে : রেজাউল করিম

রাষ্ট্রতন্ত্র সরকারের দুর্বল নিয়ন্ত্রণে আছে : রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মনে করেন, ১০০ দিন পেরিয়ে গেলেও রাষ্ট্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম এ কথা বলেন। শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতের অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থাসহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশা নিরাশ করছে।

তিনি বলেন, গত ১৫ বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসন পুরোপুরি ‘আওয়ামী লীগের ক্যাডারে’ পরিণত হয়েছে। এই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, এটা বোঝাই যায়। কিন্তু এটা এমন কোনো জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া অন্য কেউ চালাতে পারবে না। তাই এখনও যারা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছেন, তাদের সরানোর পরামর্শ দেন তিনি।

রেজাউল করিম আরও বলেন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, পতিত স্বৈরাচারের বিচার করা, সংস্কার কার্যক্রম গতিশীল করা এবং এতে সবাইকে যুক্ত করা, নতুন উপদেষ্টাসহ সব নিয়োগে স্বচ্ছতা আনা জরুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments