Sunday, September 14, 2025
Homeজাতীয়অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দীন কার্তিক (২৫) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজির উদ্দীন বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে।

মুহাম্মদ সাদিকুর রহমান জানান, সকাল ৯টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় নাজির উদ্দীনকে দেখতে পান। তিনি সীমান্ত পিলার ২০৪/এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। পরে তাকে আটক করে পরিচয় জানতে চায় বিজিবি সদস্যরা। পরিচয় পাওয়ার পর সীমান্ত অতিক্রমের জন্য পাসপোর্ট বা বৈধ অন্যান্য কাগজপত্র দেখতে চাওয়া হয়। পাসপোর্ট বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আটক করা হয় নাজির উদ্দীনকে। আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়। নাজির উদ্দীন বিজিবিকে জানিয়েছে, ১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশ প্রবেশ করেন তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, এখনও নাজিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments