Sunday, September 14, 2025
Homeবিনোদনঅবশেষে শ্রীলেখার মনের বাসনা বাংলাদেশে পূরণ হলো

অবশেষে শ্রীলেখার মনের বাসনা বাংলাদেশে পূরণ হলো

পশ্চিমবঙ্গের গুণী দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর শ্রীলেখা মিত্রের সম্পর্ক খুব একটা সুবিধার নয়। ঋতু প্রকাশ্যে এ নিয়ে কথা না বললেও শ্রীলেখা কোন সুযোগই ছাড়েন না তাকে হেয় করতে।

কারণ, ঋতুর প্রতি তার ক্ষোভ দীর্ঘদিনের। শ্রীলেখা একাধিকবার প্রকাশ্য বলেছেন, তাকে ফিল্ম ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের শিকার হতে হয়েছে। আর সেই পলিটিক্স নাকি কন্ট্রোল করতেন ঋতুপর্ণা। মেগাস্টার প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক থাকার কারণে নাকি তিনি ছাড়া আর কাউকে বড় বাজেটের ছবি করতে দিতেন না ঋতু!

ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র

এজন্য নাকি শ্রীলেখার ক্যরিয়ারে যতো উঁচুতে পৌঁছানোর কথা ছিলো না তিনি পারেননি। ঋতু তাকে একের পর এক ছবি থেকে বাদ দিয়েছেন বলে দাবি শ্রীলেখার। ফলে তিনিও নিশ্চয়ই মনে মনে চেয়েছেন ঋতুকে বাদ দিয়ে অন্তত একখানা ছবি করতে। কিন্তু কলকাতার ইন্ডাস্ট্রিতে ঋতুর প্রভাবের কারণে না কখনো সম্ভব হয়নি।

অবশেষে শ্রীলেখার মনের তীব্র বাসনা হয়তো পূরণ হলো। তবে তা নিজ জন্মভূমিতে নয়, বাংলাদেশে।

গেল জুলাই মাসে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সিনেমার ঘোষণা দেন বাংলাদেশের উঠতি নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির নাম ‘তরী’। এর প্রথম লটের কাজও হয়েছে।

তবে দ্বিতীয় লটের আগেই জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র। গতকাল (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতা গিয়েছিলাম। গত ৭ ডিসেম্বর ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’

নির্মাতা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির জন্য এই বদল করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণ নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ঋতুপর্ণা-ফেরদৌসের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। নির্মাতা চাননি ফেরদৌসের সূত্র ধরে সিনেমাটির শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এতে আরও অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments