Saturday, September 13, 2025
Homeখেলাধুলাচ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে বেশ ধুঁকছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানের পর লিভারপুলের বিপক্ষে হারায় গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যায় দলটি। মঙ্গলবার রাতে গত আসরের ইউরোপা জয়ী আটালান্টাকে ৩-২ গোলে হারিয়ে লড়াইয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচের ১০ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। পরেই তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ৩৬ মিনিটে তার বদলি হয়ে নামেন রদ্রিগো গোয়েস। প্রথমার্ধের শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করেন আটালান্টার। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। কিন্তু পরেই লোকমান গোল করে ম্যাচ জমিয়ে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। পয়েন্ট টেবিলে ২৪ থেকে ১৮ নম্বরে উঠেছে।

এখনো রিয়াল মাদ্রিদের সামনে সেরা আটে ওঠার সুযোগ আছে। হাতের হাতে আছে দুই ম্যাচ। ওই দুই ম্যাচে জিতলে রিয়ালের পয়েন্ট হবে ১৫। অন্য দিকে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা বায়ার্ন মিউনিখ অন্তত একটিতে হারলে, ব্রেস্ট, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা দুই ম্যাচেই পয়েন্ট হারালে সুযোগ থাকবে সেরা আটে ঢোকার। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া আর্সেনাল, ,মোনাকোর হারও প্রত্যাশা করতে হবে।

রিয়ালের পরেই দুই ম্যাচ সলসবার্গ ও ব্রেস্টের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা দলগুলো সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে। টেবিলে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল একটি করে প্লে অফ খেলবে। সেখান থেকে জয়ী দল যাবে শেষ ১৬তে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments