Sunday, September 14, 2025
Homeবিনোদনএবার প্রেমে জড়ালে বেশি সময় নেব নাঃ ফারিয়া

এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব নাঃ ফারিয়া

২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। কিন্তু  বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। অথচ ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেছিলেন তিনি। সেই থেকে অভিনেত্রী সিঙ্গেল জীবনযাপন করছেন। নতুন করে কোনো সম্পর্কে জড়াননি ফারিয়া।

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টালিউডের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। এ ছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে নাচতে দেখা যায় এ অভিনেত্রীকে।

সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণও পরিষ্কার করেছেন অভিনেত্রী। ফারিয়া বলেন, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষ দিকে ভালোবাসা ছিল না প্রেমসম্পর্কে। দুজনের কেউ-ই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। তিনি বলেন, আমি ভালো আছি। উনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।

নিজেকে সিঙ্গেল দাবি করে অভিনেত্রী বলেন, গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।

তিনি বলেন, সামনে নতুন যে আসবে, তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই। নতুন সম্পর্কে বেশি সময় নেবেন না বলে জানান নুসরাত। মনের মতো কাউকে পেলে দ্রুত বিয়ে করে ফেলবেন তিনি।

ফারিয়া আরও বলেন, এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছু দিন প্রেম করেই বিয়ে করব। সেটি মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments