আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সূচি করেছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংস্থাটি জানায় এবারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে ৮ টি দেশে অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে এই আসরের। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
এবারের আসরে বাংলাদেশকে লড়তে হবে ভারত-পাকিস্তানের সঙ্গে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজনের কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায়। সে নিয়ে শুরু থেকেই চলতে থাকে নানা নাটকীয়তা। শেষ পর্যন্ত এবারের আসরটি হাইব্রিড মডেলেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ দুটিও হতে পারে দুবাইয়ে। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দুবাইয়েই অনুষ্ঠিত হবে।
২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। ২ মার্চ পর্যন্ত গ্রুপপর্বের খেলা চলবে। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম নিউজিল্যান্ড | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম ভারত | দুবাই |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম দ. আফ্রিকা | করাচি |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম বাংলাদেশ | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | লাহোর |
১ মার্চ | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | করাচি |
২ মার্চ | নিউজিল্যান্ড বনাম ভারত | দুবাই |
সেমিফাইনাল
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৪ মার্চ | প্রথম সেমিফাইনাল (রিজার্ভ ডে ৫ মার্চ) | দুবাই |
৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল (রিজার্ভ ডে ৬ মার্চ) | লাহোর |
ফাইনাল
৯ মার্চ -ভারত উঠলে ভেন্যু দুবাই/লাহোর
১০ মার্চ- ফাইনালের রিজার্ভ ডে