বলিউড সুপারস্টার সালমান খান বছরজুড়েই ছিলেন এক অজানা আতঙ্কে। তাঁর পরিবারও ছিল বেশ দুশ্চিন্তায়। তবুও সাহসীকতার সঙ্গে এগিয়ে চলছেন অভিনেতা। আগামী ছবি ‘সিকান্দার’-এ তার সঙ্গে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমা হিটের তকমা পেলেও সালমান খান ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন বার বার।
জীবনের ৫০টি বসন্ত পার করেছেন সেই কবে। ৬০ ছুঁই ছুঁই হলেও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেই রয়ে গেলেন তিনি।
জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারো গলায় মালা দেননি অভিনেতা। তবুও ভক্তদের আশা, একদিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সালমান খান।
যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।
অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান কি না? অথবা সন্তান দত্তক নিতে চান?
উত্তরে ভাইজান বলেন, ‘না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।’