Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানের হামলায় ৪৬ আফগান নিহত

পাকিস্তানের হামলায় ৪৬ আফগান নিহত

বুধবার (২৫ ডিসেম্বর) পাকিস্তানের বিমান হামলায় ৪৬ আফগান নাগরিক নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে জানান যে, গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী পাকতিকা প্রদেশের বার্মাল জেলার চারটি জায়গায় বোমা হামলা চালিয়েছে। এতে মোট ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিল শিশু ও নারী।

এ সময় আরো ছয়জন আহত হয় বলেও জানান মুজাহিদ।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেখানে তারা এই হামলাকে বর্বরোচিত ও স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামী ইমারাত পাকিস্তানের এই কাপুরোষিত হামলার জবাব দেবে আফগানিস্তান। কারণ, ইমারত সরকার তার ভূখণ্ড এবং সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েই চলেছে। ইসলামাবাদ দাবি করছে, উগ্রবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে। এর জন্য তারা কাবুলের তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু আফগানিস্তান তাদের ওই অভিযোগ অস্বীকার করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments