Sunday, September 14, 2025
Homeজাতীয়অবশেষে সচিবালয়ে ঢুকতে পারছেন কর্মকর্তা-কর্মচারীরা

অবশেষে সচিবালয়ে ঢুকতে পারছেন কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। তবে সাড়ে ৯টার দিকে পাঁচ নম্বর ফটক খুলে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক এক করে ঢুকতে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে গিয়ে দেখা যায়, এর সামনে ভিড় জমিয়েছেন উৎসুক জনতারা। দফতরে ঢুকতে না পেরে তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।

আরও পড়ুনঃ সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

আরও পড়ুনঃ সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই দফতরের আগুনের ঘটনায় এর সামনের মূল সড়কটিতে (পল্টন থেকে জিরো পয়েন্ট) যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর গাড়ি রাখা হয়েছে। সেখানে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্সও।

এদিকে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments