আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর। এবারের আসরে শিরোপা অক্ষত রাখতে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
গত আসরে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবার শিরোপা ঘরে তোলে দলটা। যেই দলের অংশ ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী মিরাজদের মতো তারকা খেলোয়াররা।
আসন্ন আসরে যদিও পূর্বের দলের সবাই নেই, তবুও শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী একটা দলই গঠন করেছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে দেশী-বিদেশী তারকা ক্রিকেটারদের মেলবন্ধন ঘটেছে দলে।
গত আসরে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমকে এই বছরও ছাড়েইনি বরিশাল। আর অন্য অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে ফের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে টানে তারা। ড্রাফট থেকে আরো টেনেছে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়কেও।
প্লেয়ারদের দেখে অনকেই মনে করছেন অনেকটা জাতীয় দলের আদলেই গড়ে উঠেছে ফরচুন বরিশাল। যখন দেখবেন তারকা ক্রিকেটারদের এই তালিকায় সময়ের দেশ সেরা দুই স্পিনার তাইজুল ইসলাম ও রিশাদ হোসেনও রয়েছে; তখন ”জাতীয় দলের কপি-পেস্ট” বলা বাহুল্য।
তাছাড়া বিপিএলের নিয়মিত পারফর্মার তানভীর ইসলাম, নাইম হাসানের মতো স্পিনাররাও আছেন। পেসারদের মাঝে আছেন ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রিপন মণ্ডলরা। বলা যায় এক পজিশনের একাধিক ক্রিকেটার নিয়ে রেখেছে তারা।
এই তো গেল দেশীয় ক্রিকেটারদের কথা। বিদেশী ক্রিকেটার নির্বাচনেও ফরচুন বরিশাল ঢেলেছে বেশ মোটা অঙ্কের টাকা। গত আসরে দারুণ পারফর্ম করা কাইল মায়ার্সসহ আছেন ডেভিড মালান, মোহাম্মদ নাবি, শাহিন আফ্রিদির মতো তারকারা।
জেমস ফুলার, পাথুম নিশানকা, নান্দ্রে বার্গার, ফাহিম আশরাফও বড় নাম বিপিএলে। ফলে বলাই যায় কোমড় বেঁধেই প্রস্তুতি নিয়েছে ফরচুন বরিশাল। যেকোনো মূল্যে শিরোপা জিততে চায় দলটা।
সেই লক্ষ্য নিয়ে আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্বার রাজশাহীর বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
ফরচুন বরিশালে দেশীয় খেলোয়ারদের তালিকা:
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম।