নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা সিমলা, তিনি ম্যাডাম ফুলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছিলেন, সম্প্রতি একটি টক শোতে নিজের বিয়ে নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল!
শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় টকশোটিতে বিয়ে নিয়ে সিমলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি আসলে কয়টি বিয়ে করতে চান? সিমলা হেসে জবাব দেন, আমি ১০০টি বিয়ে করতে চাই। শচীন টেন্ডুলকার যেমন ক্রিকেটে সেঞ্চুরি করেছেন, আমিও বিয়েতে সেঞ্চুরি করতে চাই!
তার এই মন্তব্যে হেসে কুটিকুটি হয়েছেন উপস্থিত দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে সিমলার ‘বিয়ে সেঞ্চুরি’র ট্রেন্ড। নেটিজেনদের একজন লিখছেন, সিমলার সামনে এখন ৯৯টা ইনিংস বাকি! আবার কেউ বলছেন, ক্রিকেটে সেঞ্চুরি কঠিন, কিন্তু বিয়েতে সেঞ্চুরি করা আরও কঠিন হবে!
নায়কি সিমলা কৌতুকের ছলে এমন মন্তব্য করলেও এটি এখন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিমলা আদৌ ‘বিয়ে সেঞ্চুরি’র পিচে ব্যাট করতে নামেন কি না! এটিই এখন দেখার বিষয়।