Sunday, September 14, 2025
Homeসারাদেশখেলার মাঠে মেলা বন্ধের দাবিতে

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে

সুনামগঞ্জের ষোলঘর স্টেডিয়ামে মেলা বন্ধের দাবিতে টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করছেন শহরবাসী। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা।

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনি মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঘোলঘর মাঠ প্রদক্ষিণ করে মাঠের সামনে পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ষোলঘর  কলোনি জামে মসজিদ, বনানীপাড়া মসজিদ, মোহাম্মদপুর মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মুসল্লিরা ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

এ সময় খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে মেলা হলে প্রতিবাদ হবে দলে দলে, আবাসিক এলাকায় বাণিজ্য মেলা, মানি না-মানবো না প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

 

ষোলঘর এলাকার স্থানীয় বাসিন্দা শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ষোলঘর কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মোহাম্মদ খালিদ, বনানীপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা মতিউর রহমান, ষোলঘর কলোনি জামে মসজিদের সিনিয়র সদস্য আব্দুল রব চৌধুরী, ষোলঘর কলোনি মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, মসজিদের ক্যাশিয়ার জিয়াউর রহমান পীর, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম, সৈয়দ সায়ফুল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল, নূর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ রয়েছে। এখানে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয়। প্রতি বছর মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠেন। এছাড়াও সড়কে জ্যাম লাগে, চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এলাকার পরিবেশও বিনষ্ট হয়।

তারা বলেন, এখানে মেলা হলে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা ষোলঘর মাঠে বাণিজ্য মেলা চাই না। মেলা অন্যত্র স্থানান্তরের দাবি জানান বক্তারা।

এলাকাবাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন বন্ধ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments