গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ (১৬৭ বলে) রান করেছেন স্মিথ। এ সেঞ্চুরির মাধ্যমে তিনি আজ বেশ কয়েকটি নতুন রেকর্ড নিজের করে নেন।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি।
এ সেঞ্চুরির মাধ্যমে তিনি ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন। এত দিন এ রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ মাত্র ৪৩ ইনিংসে ১১ সেঞ্চুরি করে ছাড়িয়ে যান রুটকে।
ডানহাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ৩৪তম। মেলবোর্নে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি, ভারতের বিপক্ষে ১১তম, আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে শীর্ষে থাকা রিকি পন্টিংকে স্পর্শ করতে স্মিথের চাই আরো ৭টি সেঞ্চুরি। তিনি যেভাবে ছন্দে আছেন তাতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ৪১ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র।