লিটনকে নিয়ে সুজনের আক্ষেপ

0
108

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপের নাম লিটন কুমার দাস। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর কাটিয়ে দেয়ার পরও ধারাবাহিক হতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

জাতীয় দলের অনেকটা নিয়মিত সদস্য লিটন কুমার দাস। যে সম্ভাবনা নিয়ে তার উত্থান হয়েছিল, সেটার বিন্দু-বিসর্গই দিতে পেরেছেন লিটন। এর মাঝে এই সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার।

লিটনের খারাপ সময় চলছে অবশ্য বহু আগে থেকেই। ওয়ানডেতে সবশেষ দুই অংকের রান করেছিলেন গত বছর ১৭ ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সবশেষ ফিফটি পেয়েছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

শেষ ৭ ম্যাচে ৩৯ বলে সর্ব সাকুল্যেই করেছেন ১১ রান। আর এই বছর পাঁচটি ওয়ানডে খেলে তিনটিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচের একটিতে ২ ও আরেকটিতে করেছেন ৪ রান। ফলাফল স্বরূপ ২০২৪ সালটা লিটন ভুলেই যেতে চাইবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও রান পাননি লিটন। একটা ডাকসহ ২৪ বলে করেন মাত্র ১৭। সহজ হিসেবে তিন সংস্করণ মিলিয়ে জাতীয় দলের হয়ে লিটন সর্বশেষ ১৯ ইনিংসে ফিফটি পাননি।

৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। ব্যস্ত লিটনের দল ঢাকা ক্যাপিটালসও। তবে লিটনের অফ ফর্ম সমর্থকদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ।

যদিও লিটনের ছন্দে ফেরা নিয়ে অনেকটা আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ওর সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। সে একাই ম্যাচ জেতাতে পারে। ওর ভালো সময় এবার আমাদের সাথে হবে। মনে করি, ব্যাটিংয়ে সে আমাদের প্রধান শক্তি।

লিটন দাস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন বলেন, মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথা।

তিনি আরো বলেন, এমন নয় যে লিটনের সোনালি সময় পুরোটাই শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে। লিটন অনেক পরিশ্রমী একজন ক্রিকেটার ।

কোথায় ওর সমস্যা হচ্ছে, সেটা আমি সঠিক বলতে পারব না। তবে এই চাপ থেকে বের হওয়ার সামর্থ তার আছে বলেই মনে করি।

লিটনের উদ্দেশ্যে সুজন বলেন, আমি শুধু বলবো, নিজের বেসিকে থাকো। তাহলেই এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়া সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here