Sunday, September 14, 2025
Homeজাতীয়সংস্কারের প্রশ্নে পিছপা হলে চলবে নাঃ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সংস্কারের প্রশ্নে পিছপা হলে চলবে নাঃ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং পিছপা হলে চলবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সংলাপ ২০২৪-এর সংলাপ অধিবেশন ১-এ বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছেঃ আমিনুল

পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। এজন্য পিছপা হলে চলবে না এবং নিজেদের অবস্থানে যদি কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্য প্রয়োজন, রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন, প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় তরুণ প্রজন্মের অন্তর্ভুক্তির জন্যও ঐক্য প্রয়োজন। জনগণকে সম্পৃক্ত করেই মতৈক্যে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, শুধু অন্তর্বর্তীকালীন সরকারই না, এই পরিবর্তনের দায় ও দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। কাগজে কলমে সংস্কার করে দিয়ে গেলে হবে না, সংস্কারের চর্চা করতে হবে যাতে মানুষ এর সুফল পায়। কেবল নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সব কিছুতে পরিবর্তন হয়ে যাবে না। আমাদের এই উপলব্ধির জায়গাটা তৈরি করতে হবে যে, আমরা কেউই আসলে ক্ষমতায় যাই না, দায়িত্বে যাই। দায়িত্ব পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ তবে মানুষকেও স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

পরিবেশ উপদেষ্টা বলেন, বড় ধরনের পরিবর্তন তারুণ্যই আনতে পারবে। এর কারণ তারাই নতুন করে ভাবতে শিখিয়েছে। পরিবর্তনটা একটা প্রক্রিয়া, কেবল আইন করে দিলেই হবে না। এই প্রক্রিয়া যাতে চালু থাকে এজন্য আমাদের নিজেদের প্রশিক্ষিত করতে হবে। এখানে তারুণ্যের যেমন ভূমিকা আছে, অভিজ্ঞতারও একটা ভূমিকা থাকবে।

তিনি বলেন, আমরা সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। কী কী সংস্কার প্রয়োজন, কে করবে, কত দিনে করবে, কীভাবে তা কার্যকর করা হবে, আগামী দিনগুলোতে সে সিদ্ধান্তগুলো আমাদেরকেই নিতে হবে। সংস্কারে জনমতের প্রতিফলন দেখতে হলে সকলের সহযোগিতাই প্রয়োজন হবে। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আনাও কঠিন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments