সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ আদালতসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও ফায়ার সার্ভিসকে এ ব্যাপারে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে বিচারসংশ্লিষ্ট এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর অগ্নিনির্বাপণবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে পুলিশকে দেওয়া চিঠিতে বলা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতি এখানে বিচারকার্য পরিচালনা করেন।
চিঠিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টে দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণসহ কয়েক লাখ মামলার নথি রক্ষিত আছে। এগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।