Friday, September 12, 2025
Homeজাতীয়মামলার আসামিসহ ৭ জনকে ফেরত দিল ভারত

মামলার আসামিসহ ৭ জনকে ফেরত দিল ভারত

ভারতে পালিয়ে থাকা জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহসহ ৭ বাংলাদেশীকে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ফেরত আসা রহমতউল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে নারায়ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা রহমতউল্লাহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ এপ্রিল রাজধানী ঢাকার দারুসসালাম থানা ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাই ও পুলিশ সদস্য হত্যার পর তিনি ভারতে পালিয়ে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠান ভারতের আদালত। তথ্য অনুসন্ধানে রহমতউল্লাহর ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয় বাংলাদেশ সরকার। দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়েছে।

ফেরত পাওয়া অন্য ৬ জনকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের কাছে তাদের তুলে দেওয়া হবে। ফেরত আসা ৬ জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পটুয়াখালী ও একজনের বাড়ি দিনাজপুর।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments