সিলেট সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেট সীমান্তে একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি সবুজ মিয়ার সহযোগীরা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার পর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ দমদমিয়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

বিজিবির সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজ মিয়া এবং তার কয়েকজন সহযোগীর সঙ্গে ভারতীয় খাসিয়াদের মধ্যে তর্কবিতর্ক হয়। ধারণা করা হচ্ছে, এই তর্কের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে। তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনার পর, বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভারতের সাথে যোগাযোগ রেখে তদন্তে নেমেছে।

এটি একদিনের ব্যবধানে ঘটে যাওয়া দ্বিতীয় সীমান্ত হত্যাকাণ্ড। এর আগে, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশের মারুফ মিয়া নামে এক কিশোর নিহত হয়। এই ঘটনায়ও বিজিবি ভারতের কাছে সুষ্পষ্ট প্রতিবাদ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here