কন্যা সন্তান জন্ম দেওয়ায় পুড়িয়ে মারলো স্ত্রীকে

ভারতের মহারাষ্ট্রের পারভানী জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে মহারাষ্ট্র শহর থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে পারভানী গঙ্গাক্ষেত নাকাত নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন।

ময়নার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত দগ্ধ হওয়ায় পথেই মৃত্যু হয় ময়নার।

ময়নার বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম দেওয়া কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে আবারও ঝগড়া বাধলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই অভিযুক্ত কুন্ডলিক পালিয়ে যায়, তবে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে। একের পর এক হত্যাকাণ্ড এবং অপরাধের ঘটনায় নারীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এলাকাবাসীও আশাবাদী, তদন্তে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হবে এবং অপরাধ প্রবণতা কমাতে প্রশাসন আরও কার্যকরী পদক্ষেপ নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here