শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসা সেবা প্রদান করছে। তবে, দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।
এদিকে, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।