Saturday, September 13, 2025
Homeসারাদেশরাজশাহীসারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ

সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে শোকজ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০তম ক্যাডেট প্রশিক্ষণরত আটজন সাব-ইন্সপেক্টরকে (এসআই) শোকজ করা হয়েছে। তারা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের শোকজের চিঠি দেওয়া হয়। আগামী তিন দিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়। সারদা পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন অ্যাকাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন।

একজন প্রশিক্ষণরত প্রার্থীকে দেওয়া কৈফিয়ত তলবপত্র সূত্রে জানা গেছে, রাজশাহীতে ৪০তম ক্যাডেট এসআই/২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত আছেন। গত ২৭ ডিসেম্বর বৈকালিক কার্যক্রমে নিয়মিত সাপ্তাহিক গেইম প্যারেড ছিল। প্যারেড শুরুর পূর্বে কোম্পানিভিত্তিক প্রশিক্ষণার্থীদের ফল-ইন করানোর জন্য কোম্পানির সিএ এসআই থাকেন। ফল-ইন এর সময় এলাইনমেন্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য প্রত্যেক কোম্পানির কমান্ডার ও আরআই উপস্থিত হন। প্রশিক্ষণার্থীদের মাঝে মাইকে বলা হয়—আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্যারেড মাঠ পরিদর্শনে আসবেন।

মাইকে সব কোম্পানির প্রশিক্ষণার্থীদের সু-শৃঙ্খলভাবে গেইম প্যারেড করার জন্য বলা হয়। এই নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি উচ্চ স্বরে হইচই করতে থাকেন এবং আপনার উসকানিমূলক কথাবার্তায় অন্যান্য ক্যাডেটগণ উত্তেজিত হয়ে হইচই করেন। আরআই আপনাকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেয় এবং ঘটনার বিষয়টি এএসপি (পিটি) এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (ফিল্ড) মোবাইল ফোনের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে আসার জন্য জানান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে এএসপি (পিটি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড) প্যারেড মাঠে আসেন এবং আপনাকে শান্ত থেকে সু-শৃঙ্খলভাবে প্যারেড অনুশীলন করার জন্য দিক নির্দেশনা দেন। গেইম প্যারেড চালু হওয়ার সময় আপনার উদ্ভানিতে অন্যান্য প্রশিক্ষণার্থী ক্যাডেটগণ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দৌড়ে না গিয়ে হেঁটে হেঁটে চলতে থাকেন এবং শান্ত না হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন।

চিঠিতে আরও বলা হয়, মাঠে আপনার এই ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির নিয়মশৃঙ্খলা পরিপন্থি মর্মে সংশ্লিষ্ট কোম্পানির সিএএসআই অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন এবং তার লিখিত প্রতিবেদনে সারদার সংশ্লিষ্ট কোম্পানির প্লাটুন কমান্ডার, কোম্পানি তদারকি অফিসার, আরআই, এএসপি (পিটি), অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড), পুলিশ সুপার (ফিল্ড) ও অতিরিক্ত ডিআইজি (বেসিক ট্রেনিং) স্বাক্ষর করেন। আপনার শৃঙ্খলাভঙ্গ-সংক্রান্ত বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারদার ভাইস প্রিন্সিপাল (ট্রেনিং উইং) অগ্রগামী করেন।

নোটিশে উল্লেখ করা হয়, আপনার এহেন কার্যকলাপের প্রেক্ষিতে ১৯৪৩ সনের পিআরবি বিধি 741-iii উপবিধি b(iii) মোতাবেক আপনাকে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা এ কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।

বিষয়টি নিয়ে সারদা পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার মুঠোফোনে কল করে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments