মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই সময় তিনজন খুনের ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান। ওই মামলায় উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামী করে মোট ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬৫ জনকে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কালকিনি থানায় হত্যা মামলা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত ওসি মো, নুরুল আমীন। এদিকে হত্যার ঘটনায় পুরুষ শূন্য হয়ে গেছে পুরো এলাকা। তবে ওই এলাকায় অতিরিক্ত মোতায়ান করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই এলাকার ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী। এ ঘটনায় নিহত আক্তার শিকদারের পিতা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে ৬০ জনকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।
আরও পড়ুনঃ রাজশাহীতে নারী চিকিৎসককে বাড়ী থেকে অপহরণ
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে। আসামীদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামীরা গা-ঢাকা দিতে পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামী করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।