ইয়াসির আলী রাব্বির তাণ্ডবে দুশোর কাছে গিয়ে শেষ হলো দুর্বার রাজশাহীর ইনিংসের। ৩ উইকেটে ১৯৭ রান তুলল তারা।
৭ ম্যাচে ২৮১ রান, টুর্নামেন্টসর্বোচ্চ ২২টি ছক্কা—দারুণ একটি এনসিএল টি-২০ শেষে বিপিএল খেলতে নেমেছিলেন তরুণ জিশান আলম। মোহাম্মদ হারিসের সঙ্গে রাজশাহীর ইনিংস ওপেন করেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হলো তাকে। কাইল মেয়ার্সের দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড হন এই ওপেনার। মাঠ ছাড়েন নামের পাশে ২ বলে ০ রান নিয়ে।
হারিসও বেশিক্ষণ টেকেননি। ১২ বলে ১৩ রান করে দলীয় ২৫ রানে ফেরেন প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ব্যাটে রাজশাহী বিপর্যয় তো ঠেকায়-ই, ইনিংসের প্রথমার্ধ শেষে ছুঁটতে থাকে বড় সংগ্রহের দিকে। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭২।
৪২ বলে ফিফটি পূর্ণ করেন এনামুল। তবে অপরপ্রান্তে রাব্বি অর্ধশতক তুলে নেন অধিনায়কের চেয়ে দ্রুতগতিতে। ৩৫ বলে ৫০ পূর্ণ করেন তিনি। এরপর এই জুটির দুই ব্যাটারই বাউন্ডারির পসরা সাজিয়ে বসেন। ফাহিম আশরাফের ওভারে মুশফিককে ক্যাচ দিয়ে ৫১ বলে ৫ ছয় ও ৪ চারে ৬৫ রানে শেষ হয় এনামুলের ইনিংস।
রিপন মণ্ডলকে যন্ত্রণা উপহার দেয়া ইয়াসিরের ইনিংস ৯৪ রানের, শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। চারের (৭) চেয়ে মেরেছেন বেশি ছয় (৮)। রায়ান বার্ল ৮ বলে করেন ৯ রান। ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রিপন। শেষ দুই ওভারে তিনি দেন ৩৫ রান।