মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী এই দম্পত্তিকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনায় ঘটে।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
আরও পড়ুনঃ শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫
জানা যায়, রবিবার সন্ধ্যার পর পর নিজ বাড়ির উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলে রওনা দেন ফারুক-নাজমা দম্পতি। ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেলের থাকা স্বামী ফারুক হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করান।
গোলড়া হাইওয়ে থানার সাব- ইন্সপেক্টর (এসআই) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে গোলড়া বাসস্ট্যান্ডের কাছাকাছি ট্রাকের চাপায় মোটরসাইকেল থাকা এক নারী আরোহী নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হযেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।