Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিক‘পুতিন সবচেয়ে কাছের বন্ধু’, চিঠিতে লিখলেন কিম

‘পুতিন সবচেয়ে কাছের বন্ধু’, চিঠিতে লিখলেন কিম

নতুন বছরের বার্তা দিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চিঠিতে কিম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দেশ দুইটি আরও বেশি কাছাকাছি এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন কিম।

চিঠিতে তিনি পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু ও কমরেড হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া রাশিয়ার সমস্ত মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম।

চিঠিতে কিম আরও লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে।

এ ছাড়া চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৫ সালে নিও নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।

২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments