আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

0
327
আজ (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।

 

গত কয়েকদিনে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতের তাপমাত্রা কমে শীত অনুভূত হওয়ায় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেশি। বেশিভাগই ঠান্ডা আর সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল সারে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন। শীত উপেক্ষা করে রিকশাভ্যান নিয়ে শহরে এসে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না চালকেরা।

শীতের এই তীব্রতায় চুয়াডাঙ্গার মানুষের জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here