বছরের শুরুতেই ভক্ত-অনুসারীদের সুসংবাদ দিলেন সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন তিনি। আজ সকালে নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি দিয়ে ভক্তদের সঙ্গে সুখবর ভাগাভাগি করেছেন গায়ক।
আরমান মালিক ও আশনা শ্রফ দুজনেই তাঁদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, তুমিই আমার বাড়ি।
একটি ছবিতে দেখা যাচ্ছে আরমান ও আশনা একে অপরের হাত ধরে আছেন, কোনো ছবিতে আবার তাঁরা একে অপরের হাত ধরে কথা বলছেন। বিয়ের আচার অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন দম্পতি।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই চমকে দিলেন আদর-দিঘী
বিশেষ দিনে একেবারে সাবেকি সাজে সেজেছেন তাঁরা। কমলা রঙের লেহেঙ্গা পান্নাখচিত গয়নায় দেখা গেল আশনাকে। অন্যদিকে, পিচ রঙের শেরওয়ানিতে সেজেছেন আরমান। তাঁদের ছবিতে মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন ভক্তরা।
আরমান ও আশনা ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন। আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে যব তক, বোল দো না জ়রা, বম বম বোলে, বেসবরিয়া, সব তেরা, তুমহে আপনা বনা লেনা ইত্যাদি।
আরমান ও আশনা ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন। পরে তিনি প্রেমিকাকে উৎসবে করে কসম সে-এর জন্য একটি বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করেন এই তরুণ গায়ক।