কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্ত পূরণ না করেই ডাক পেয়েছেন মোবারক হোসাইন। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি। গত অক্টোবর মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। কিন্তু মোবারক হোসাইনের এইচএসসি জিপিএ ৩.৯০, যা নিয়োগ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্য কোনো শিথিলতার কথা উল্লেখ না থাকায় মোবারক হোসাইন পরীক্ষায় ডাক পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ না করেই প্রার্থী হয়েছেন। বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপকরা ‘অনাকাঙ্ক্ষিত ভুল বলে মন্তব্য করেছেন। তারা বিষয়টি রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ভুলে একজনের কাছে কার্ড চলে গেছে, কিন্তু বাতিল করার জন্য কয়েকটি ধাপ রয়েছে। সিলেকশন বোর্ড সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: শিবিরের উদ্যোগে নস্টালজিক দুর্দান্ত, বললেন পিনাকী
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এটি সিলেকশন বোর্ড দেখবে, তারা যদি দেখেন প্রার্থী কোয়ালিফাই নয়, তবে বাদ পড়বে।
মোবারক হোসাইন ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন। এরপর নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ, রাজস্থানে একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি, সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং আইসিএমএবি থেকে সিএমএ-র প্রথম সেমিস্টার শেষ করেছেন। তবে তার পিএইচডি থিসিসে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার ও ইংরেজি ভুলের অভিযোগ রয়েছে।
মোবারক হোসাইন ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক, দফতর সম্পাদক ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় সভাপতি।