দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুরাদ আহমেদকে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকায় বিএনপি নেতা আমিন বহিষ্কার
প্রসঙ্গত, ২০২২ সালে ১৪ মে দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বখতিয়ার আহম্মেদ কচি। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ওই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বিষয়: জাতীয় আন্তর্জাতিক সারাদেশ খেলাধুলা বিনোদন আবহাওয়া