Sunday, September 14, 2025
Homeসারাদেশবিস্ফোরক মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক

বিস্ফোরক মামলায় গ্রেপ্তার প্রধান শিক্ষক

বিস্ফোরক মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত প্রধান শিক্ষক আব্দুল জব্বার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে হাজরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে জব্বার মাস্টারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
জব্বার মাস্টার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে ও হাজরারাকান্দা চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিক্সন চৌধুরীর ঘারুয়া ইউনিয়নের প্রধান সহযোগী ছিলেন জব্বার মাস্টার। হাজরাকান্দা গ্রামে দুটি দলের একটি দলের নেতৃত্ব দেন তিনি। আওয়ামী লীগ আমলে নিক্সন চৌধুরীর ছত্রছায়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন জব্বার। পুলিশ তাকে আওয়ামী লীগের আমলে ধরতে সাহস পায়নি।

]ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, বিস্ফোরক মামলার আসামি জব্বার মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

ওসি জানান, গত বছরের ১১ নভেম্বর ভাঙ্গায় একটি বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু হয়। সে মামলার বাদী ভাঙ্গা পৌর বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সি। এ মামলার অন্যতম প্রধান আসামি ফরিদপুর-৪ এর সাবেক এমপি নিক্সন চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহাদাৎ হোসেনসহ এজাহারভুক্ত প্রায় ৫৯ জন ও অজ্ঞাত শতাধিক জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আফজাল হোসাইন জানান, বৃহস্পতিবার ভোরে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা জব্বার মিয়াকে। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানোর পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments