Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকইসরাইলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরাইলের কাছে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে আরও  ৮ বিলিয়ন বা ৮০০ কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে, এনিয়ে জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে।

 

দুইটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথমে এই তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে।

এ ছাড়া এই তালিকায় রয়েছে গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড রয়েছে।
রয়টার্স বলছে, তারা এই বিষয়ে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। তবে এনিয়ে কোনো সাড়া মেলেনি।

আরও পড়ুন: ইসরাইলের বিমান হামলায় আরও ১১ ফিলিস্তিনি নিহত

মার্কিন একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট (বাইডেন) পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও দুপক্ষ এখনো একমত হতে পারছে না।

দৈনিক সচেতন বার্তাকে ফলো করুন: ফেসবুক  লিংকডইন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments