ছাত্রশিবিরের নতুন কমিটি প্রকাশ

0
309
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, সেক্রেটারি রেজাউল করিম শাকিল।

 

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা শহীদ আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আনিসুর রহমানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: ঢাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ফরহাদ, সম্পাদক মহিউদ্দিন

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে রেজাউল করিম শাকিলকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ।

ফলো করুন: ফেসবুকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here