Saturday, September 13, 2025
Homeখেলাধুলাবিপিএলে ঘরের মাঠে জ্বলে উঠলো সিলেট

বিপিএলে ঘরের মাঠে জ্বলে উঠলো সিলেট

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ সোমবার (৬ জানুয়ারি)। এই পর্বের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রংপুরের বিপক্ষে জ্বলে উঠলো সিলেট স্ট্রাইকার্স। 

 

ঘরের মাঠ বলে কথা। যেখানে প্রতিটি দলই বাড়তি শক্তি অনুভব করে। সিলেট স্ট্রাইকার্সের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১২১ রান করা দলটি আজ সোমবার সেই রংপুর রাইডার্সের বিপক্ষেই তুলেছে ৪ উইকেটে ২০৫ রান। ফিফটি হাঁকিয়েছেন ওপেনার রনি তালুকদার ও তিনে নামা জাকির হাসান।

বিশাল রানের স্কোর দাঁড় করানোর পরের কৃতিত্ব জাকের আলী ও অ্যারন জোনসের। পঞ্চম উইকেটের জুটিতে ৯ বলে ৩৪ রান তুলেছেন তারা। টানা চতুর্থ জয় তুলে নিতে টেবিলটপার রংপুরকে করতে হবে ২০৬ রান।

প্রথম ম্যাচে রংপুরের কাছে হারের পর আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচ খেলতে নামে সিলেট। বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটাও দারুণ হয়।

আরও পড়ুন: ঢাকা ক্যাপিটালস মোসাদ্দেককে দলে ভেড়ালো

সিলেটের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন দুই ওপেনার রনি ও জর্জ মুন্সে। ১২ বলে ১৮ রান করে মুন্সে সাজঘরে ফেরত গেলেও রনি হাঁকান ঝোড়ো ফিফটি। ৭ চার আর ৩ ছক্কায় তোলেন ৩২ বলে ৫৪ রান।

তৃতীয় উইকেটে পল স্টারলিংয়ের সঙ্গে কিছুটা ধীরগতির জুটি (৩১ বলে ৩৬) করেন জাকির। ১৬ বলে ১৬ রান করে আউট হন স্টারলিং। চতুর্থ উইকেটে জোনসকে নিয়ে রানের গতি বাড়ানোর সঙ্গে ফিফটিও তুলে নেন জাকির। ৩৮ বলে ৫০ রান (৪ ছক্কা) সাজঘরে ফেরত যান বাঁহাতি ব্যাটার।

এরপরই খেল দেখান জাকের আলী ও জোনস। ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জোনস আর ৫ বলে ৩ ছক্কায় ২০ রান করেন জাকের। এতেই ২০০ পেরিয়ে যায় সিলেট।

রংপুরের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ৩১ রানে ২ উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও আকিফ জাভেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments