Sunday, September 14, 2025
Homeসারাদেশভোলায় পুলিশের ওপর হামলা, আহত দুই এসআই

ভোলায় পুলিশের ওপর হামলা, আহত দুই এসআই

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। 

 

সোমবার (৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক।

এর আগে সোমবার সন্ধ্যার পরে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিমন্দি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন– এসআই আলমাস ও এসআই নুরুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেলকে ধরতে ওই গ্রামে অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। অভিযানে আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে আসামি রুবেলের সঙ্গে থাকা লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আসামি রুবেলকে ছিনিয়ে নেন। এসময় হামলায় বোরহানউদ্দিন থানা পুলিশের দুই এসআই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এখন শঙ্কামুক্ত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments