যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, জরুরী অবস্থা জারি

0
106
কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ গতকাল রোববার তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচল।

 

তুষারঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে। আজ সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ফক্স নিউজকে বলেছেন, বৈরী আবহাওয়া এই আয়োজনের পথে বাধা হবে না।

আরও পড়ুনঃ ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

বিবিসির প্রতিবেদনের তথ্য, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কানসাস ও মিজৌরির উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

দক্ষিণের ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সিনসিনাটি, ওয়াশিংটন, ফিলাডেলফিয়ায় তুষার ঝড়ের কারণে কয়েক শ বিদ্যালয় আজ বন্ধ থাকবে।

উড়োজাহাজের ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়ার বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার জেরে প্রায় ১ হাজার ৫০০ উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এক দিনে আরও পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচলে বিলম্ব হয়েছে। সূত্রঃ বিবিসি ও রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here