রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

প্রাতিষ্ঠানিক সুবিধা-পোষ্য কোটা বাতিল করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোডে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক এই সুবিধা অন্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়েও রয়েছে। তাহলে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন তা বাতিল করা হবে।

আরও পড়ুনঃ রাবিতে পোষ্য কোটা বিতর্ক, প্রশাসন বিপাকে

এ ছাড়া যদি তা বাতিল করতেই হয় তাহলে সরকারি সিদ্ধান্তে প্রজ্ঞাপন আকারে সব প্রতিষ্ঠানের জন্য বাতিল ঘোষণা করতে হবে। তা না হলে আমরা অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

এদিকে, পোষ্য কোটা যৌক্তিকভাবে পুনরায় বহালে কোনো সুযোগ নেই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

আরও পড়ুনঃ রাবিতে পোষ্য কোটা বাতিল না করলে ‘কমপ্লিট শাটডাউন’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থির পরিবেশ বিরাজ করছে। আমরা চেষ্টা করছি দুপক্ষের মধ্যে আলোচনা করে ব্যাপারটি সমাধান করার। আমরা কোনোভাবে চাই না এই বিষয়গুলোর কারণে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও গবেষণায় কোনো ক্ষতি হোক।

গত দুই মাস ধরে এই প্রাতিষ্ঠানিক সুবিধা-পোষ্য কোটা বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা না রাখার মৌখিক সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারপর মূলত কর্মসূচি হাতে নেন ক্যাম্পাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here