Saturday, September 13, 2025
Homeজাতীয়শিক্ষা ও সাহিত্যরাবির শিক্ষার্থীরা ফল প্রকাশের ৭ দিনের মধ্যেই পাবেন সনদ

রাবির শিক্ষার্থীরা ফল প্রকাশের ৭ দিনের মধ্যেই পাবেন সনদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছে ভোগান্তির অপর নাম ছিল সনদ শাখা। ভোগান্তি কমাতে শাখাটিতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সংস্কার। এখন থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের সাত কার্যদিবসের মধ্যেই নিজ নিজ আবাসিক হল থেকে সাময়িক সনদ তুলতে পারবেন শিক্ষার্থীরা।

 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ রাবির শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাগুলোর সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সঙ্গে নেওয়া হবে সাময়িক সনদের প্রযোজ্য ফি।

২০২৩ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষা সংস্কারের কাজ চলমান। তবে মাঝে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনীর পরপরই শীতকালীন ছুটি থাকার কারণে একটু দেরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments