ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রেন এবং একই সময় রেলগেট পার হচ্ছিল একটি মাইক্রোবাস। ওই সময় মাইক্রোবাসটিকে ৫০ গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। তখন মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
রেল গেটটির কোনো রেলক্রসিং এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেলক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।