Saturday, September 13, 2025
Homeজাতীয়শিক্ষা ও সাহিত্যজাবিতে ৪০ জন অছাত্র নিয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটিঁ ঘোষণা

জাবিতে ৪০ জন অছাত্র নিয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটিঁ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা গেছে, আহ্বায়ক, সদস্য সচিবসহ কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা অন্তত ৪০ জনের ছাত্রত্ব নেই।

নব্য ঘোষিত জাবি শাখা ছাত্রদলের কমিটিতে রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (২০০৯-১০ শিক্ষাবর্ষ) জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (২০১০-১১ শিক্ষাবর্ষ) ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুনঃ ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে

এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষ (৩৯ ব্যাচ) থেকে ২০২৩-২৪ (৫৩ ব্যাচ) পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সদস্য এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ৫৭ জন যুগ্ম আহ্বায়ক ও ১১৮ জন সদস্য।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্যমতে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ (৪৭ ব্যাচ) থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ (৫৩ ব্যাচ) পর্যন্ত নিয়মিত শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বেশ কিছু বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শেষ হয়েছে। সে ক্ষেত্রে কমিটিতে থাকা অন্তত ৪০ জনের বর্তমানে ছাত্রত্ব নেই।

তারা বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচ (২০০৯-১০ শিক্ষাবর্ষ), ৪০ ব্যাচ (২০১০-১১ শিক্ষাবর্ষ), ৪১ ব্যাচ (২০১১-১২ শিক্ষাবর্ষ), ৪২ ব্যাচ (২০১২-১৩ শিক্ষাবর্ষ), ৪৩ ব্যাচ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), ৪৪ ব্যাচ (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), ৪৫ ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

এর মধ্যে রয়েছেন আহ্বায়ক জহির উদ্দিন বাবর (৩৯ ব্যাচ), ওয়াসিম আহমেদ অনিক (৪০ ব্যাচ), আফফান আলী (৩৯ ব্যাচ), রাকিবুল ইসলাম শুভ (৪০ ব্যাচ), সেলিম রেজা (৪০ ব্যাচ), এসএম ফয়সাল (৩৯ ব্যাচ), মেহেদী হাসান (৪০ ব্যাচ), রাশিদুল ইসলাম রোমান (৪০ ব্যাচ), হুমায়ুন হাবীব হিরণ (৪০ ব্যাচ), জরজিস মোহাম্মদ ইব্রাহিম (৪১ ব্যাচ), নাইমুল হাসান কৌশিক (৪৩ ব্যাচ)।

ছাত্রত্ব শেষ হওয়ায় নেতাকর্মীর আবাসিক হলে অবস্থানের সুযোগ নেই। সে ক্ষেত্রে হলে না থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন আহ্বায়ক জহির উদ্দিন বাবর।

জহির উদ্দিন বাবর বলেন, কমিটির যারা হলের বৈধ শিক্ষার্থী, তারাই পরামর্শক্রমে কার্যক্রম পরিচালনা করবেন। দ্রুত সময়ের মধ্যে সব হল, ফ্যাকাল্টি ও বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

উল্লেখ্য যে, সর্বশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জাবি ছাত্রদলের ১৯ সদস্যের কমিটি গঠিত হয়। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর পাঁচটি কলেজ ও চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবি শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments