২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি।

 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল ১১টার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের তিন সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন।

আরও পড়ুন: আমু ও কামরুল কে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা -উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া ১৫৩ জনকে গুম করা হয় যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলেও উল্লেখ করা হয় অভিযোগে।

ফলো করুন: ফেসবুক