Saturday, September 13, 2025
Homeবিনোদনদাবানলে আটকে গেলেন নোরা ফাতেহি!

দাবানলে আটকে গেলেন নোরা ফাতেহি!

হঠাৎ দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্-সহ বহু তারকাদের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার জানা গেলো, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও এই দাবানলের কবলে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানালেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।

 

কয়েকদিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন নোরা। এরপর গত বুধবার (৮ জানুয়ারি) থেকে সেখানে হানা দিয়েছে দাবানল। নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় লিখেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।

আরও পড়ুনঃ ৫৭-তেও আবেদনময়ী চরিত্রে

দাবানলে আটকে গেলেন নোরা ফাতেহি!
ছবি : সংগৃহীত

বিধ্বংসী এই দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের এ তারকা। তিনি লিখেছেন, ‘আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা এই ভিডিও শেয়ার করার সাথে সাথে তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তারা।

দাবানল নিয়ে প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যারা ল়ড়াই করছেন তাদের কুর্নিশ জানিয়েছেন প্রিয়ঙ্কা।

ফলো করুনঃ ফেসবুক

RELATED ARTICLES

Most Popular

Recent Comments