Saturday, September 13, 2025
Homeবিনোদনপুষ্পা-২ তে যুক্ত হলো আরও ২০ মিনিট

পুষ্পা-২ তে যুক্ত হলো আরও ২০ মিনিট

জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনের অনুরাগীদের চমকে দেওয়া উপহার দিয়েছেন পুষ্পা-২ সিনেমার নির্মাতা সুকুমার। সুপার হিট এ সিনেমার সঙ্গে আরও ২০ মিনিটের বাড়তি ফুটেজ যুক্ত করা হচ্ছে। বাড়তি ফুটেজসহ পুরো সিনেমা প্রেক্ষাগৃহে কবে দেখা যাবে তাও জানানো হয়েছে।

 

এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে পুষ্পা-২। পঞ্চম সপ্তাহেও প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন ও রাশমিকার অভিনয় জাদু দেখছেন দর্শকরা। হিন্দিতে প্রথম ডাবিং করা সিনেমা হিসেবে এরই মধ্যে ৮০০ কোটির ক্লাবে পৌঁছেছে এটি। আর বিশ্বজুড়ে ১৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে পুষ্পা-২।

পুষ্পা-২ সিনেমার নির্মাতা ঘোষণা করেছেন সিনেমাটি রিলোডেড ভার্সন আগামীকাল ১১ জানুয়ারি থেকে ভারতের সব প্রেক্ষাগৃহে দেখা যাবে। এ চমক জাগানিয়া তথ্য ঘোষণার পরে সিনেমার নির্মাতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পুষ্পা-২ দ্য রুল রিলোডেড ভার্সনে অতিরিক্ত ২০ মিনিট ফুটেজসহ প্রেক্ষাগৃহে ১১ জানুয়ারি থেকে দেখা যাবে।

১০০০ কোটি পার করেছে ''পুষ্পা-২''

আরও পড়ুন: পুষ্পা-২ ১০০০ কোটি পার করেছে

সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণার সঙ্গে যে ছবি দেওয়া হয়েছে আল্লুর, সেটি ছবির জাপানের কাহিনির অংশ এবং মূল ছবিতে এই দৃশ্য দেখা যায়নি। ফলে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই নতুন অংশগুলো দেখার জন্য।

সকল চাকরির বিজ্ঞপ্তি পেতে দৈনিক সচেতন বার্তাকে ফলো করুন।

এদিকে রামচরণের গেম চেঞ্জার’র সঙ্গে এখন আল্লুর পুষ্পা-২ র লড়াই হচ্ছে। এরই মধ্যে আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অল্লু অর্জুনকে শুভেচ্ছা জানানো হয়েছে। নীতেশ তিওয়ারির দঙ্গলের রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে এ সিনেমা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত পুষ্পা-২ সিনেমাটি ২৫ দিনে প্রায় ১৭৬০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে দঙ্গল সিনেমাটি ২০৭০ কোটি রুপি আয় করেছিল। ফলে আর কিছুদিনের মধ্যেই দঙ্গলের রেকর্ডকে স্পর্শ করবে পুষ্পা-২ এমনটিই মনে করছেন অনেকেই।

নিয়মিত আপডেট পেতে দৈনিক সচেতন বার্তার ফেসবুক পেইজে ফলো করুন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments